জেলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা এর তথ্য বাতায়নে স্বাগতম  গ্রন্থাগারের সময়সূচিঃ প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটি: বৃহস্পতি ও শুক্রবার। তাছাড়াও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে।  

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

০৪.আমাদের অর্জ্ন সমূহঃ

 

বিগত বছর গুলোতে একটি আধুনিক বিজ্ঞানসন্মত, জ্ঞান ভিওিক সমাজ বিনমানের লক্ষ্যে ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগার নানা মুখী কাজ করে যাচ্ছে।

(১)অবকাঠামো অর্জ্ন : ২০১০  সাল থেকে ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগার নিজস্ব.৩৩একর জমির উপর কার্য্ক্রম পরিচালিত হচ্ছে।

(২)পাঠসামগ্রী সংগ্রহঃ গ্রন্থাগারে বতমানে সংগ্রহের সংখ্যা ২৪২০০খানা পাঠক উপস্থিতিঃ প্রতিদিন বিভিন্ন সেবা নিতে গড়ে ২১০ থেকে ২২০ জন পাঠক আসে।

(৩)বিশষ কর্না্রঃ শিশু চাহিদার কথা চিন্তা করে শিশু কর্না্র এবংবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ ভিওিক পুস্তক নিয়ে রয়েছে মুক্তিযুদ্ধ কর্না্র

(৪)জাতীয় দিবস ভিওিক প্রতিযোগিতাঃ ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস, ১৭ মাচ জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান এর জন্মদিবস, ২৬মাচ মহান স্বাধীনতা দিবস,বাংলা নববর্ষ্, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিবস উপলক্ষে রচনা, আবৃওি হাতের সুন্দর লেখা, চিত্রাংকন ও বইপাঠ ইত্যাদী প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

(৫)বেসরকারি গ্রন্থাগার রেজিস্ট্রেশনঃ ভোলা জেলার বেসরকারি গ্রন্থাগারসমুহ পযবেক্ষন ও রেজিস্ট্রেশনের মাধ্যমে জেলার গ্রন্থাগার সেবা ও কার্য্ক্রম বৃদ্ধির জন্য ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগার কাজ করছে।

(৬)তথ্য অধিকার ও অই সিটি ব্যবহারঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সবসাধারনের তথ্য অধিকার নিশ্চিত করতে  জেলা সরকারি গণগ্রন্থাগার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

মেঃজালাল হোসেন

লাইব্রেরি সহকারী

জেলা সরকারি গণগ্রন্থাগার

ভোলা।

       মোবাইলঃ০১৭১৭-৩৮৮৯১৯