ক্রমিক | সদস্যের ধরণ | সদস্যের বয়সসীমা | জামানতের পরিমাণ |
০১.
|
শিশু সদস্য |
অনুর্ধ্ব ১৬ বছরের ছেলে/মেয়ে।
|
২০০/- |
০২. | শিক্ষার্থী সদস্য |
১৬ বছরের উর্ধ্ব এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।
|
৫০০/- |
০৩. | সাধারণ সদস্য |
শিক্ষার্থী ব্যতীত ১৮ বছরের উর্ধ্বে সর্বসধারণ।
|
১,০০০/
|
![]() |
১. আবেদনপত্র সংগ্রহ করতে হবে যার মূল্য ১০/- (দশ) টাকা।
২. ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি ছবি জমা দিতে হবে।
৩. নির্ধারিত ক্যাটাগরিতে জামানত জমা প্রদান।
৪. সদস্য কার্ডের মেয়াদ ১ (এক) বছর।
৫. শিশু সদসেদ্যর জন্য জন্ম সনদ, শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড ও জন্ম সনদ/জাতীয় পরিচয়পত্র এবং সাধারণ সদস্যের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। ৬. সদস্য কার্ডের মেয়াদ শেষে ৫০/- (পঞ্চাশ) টাকা দিয়ে সদস্য কার্ড নবায়ন করতে হবে। |
ফেসবুক : www.facebook.com/DGPL, Bhola
ই-মেইল : bholapbl1982@gmail.com
মোবাইল : ০১৩৩২-৮৪৫৭৭৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস