কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা কর্তৃক আয়োজিত “বইপাঠ ও রচনা’’ প্রতিযোগিতা অদ্য ২৪.০৫.২০২৫ ইং তারিখে সকাল ১০:০০ টায় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ভোলা জেলাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের একটি করে কলম উপহার দেওয়া হয়। তাছাড়া প্রতিযোগিতার খাতা মূল্যায়ণের মাধ্যমে আয়োজিত প্রতিযোগিতার ফলাফল জেলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা-এর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান আগামীকাল ২৫.০৫.২০২৬ ইং তারিখে সন্ধ্যা ০৭:০০ টায় জেলা শিল্পকলা একাডেমি, ভোলাতে অনুষ্ঠিত হবে। কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে প্রতিযোগিতার পাশাপাশি পুস্তক প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস